এশিয়া কাপে পাকিস্তানের সহজ জয়, ওমানকে হারাল ৯৩ রানে

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে আসা ওমানের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে পাকিস্তান। তবে ম্যাচটি একপেশে হলেও পাকিস্তানের ব্যাটিংয়ে এক ব্যক্তিগত প্রত্যাবর্তনের গল্প ছিল—আর তা মোহাম্মদ হারিসের।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে পাকিস্তান। ইনিংসটি গড়ে দেন দীর্ঘদিন রানখরায় ভোগা হারিস, যিনি ৪৩ বলে করেন ৬৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র সেঞ্চুরির পর এটি ছিল তার প্রথম ফিফটি। ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছক্কা।

উত্তর দিতে নেমে ওমানের ব্যাটিং লাইনআপ টিকতেই পারেনি। মাত্র ১৬.৪ ওভারেই ৬৭ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ম্যাচে পাকিস্তান জয় পায় ৯৩ রানে।

ওমানের হয়ে বল হাতে কলিম ও ফয়সাল ৩টি করে উইকেট নেন। পাকিস্তানের পক্ষে ফাহিম, মুকিম ও আইয়ুব প্রত্যেকে ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৬০/৭ (২০ ওভার)
ওমান: ৬৭ (১৬.৪ ওভার)
ফল: পাকিস্তান ৯৩ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ হারিস (৬৬ রান, ৪৩ বল)

Related Articles

Back to top button