৫৫০ কোটি টাকার মালিক ১৪টি ফ্লপ ছবির নায়ক

অনলাইন ডেস্ক: হালে খলনায়ক হিসেবে ববি দেওলের উত্থান হয়েছে, ‘গদার ২’-এর সাফল্য দিয়ে সানি দেওলও নিজের পারিশ্রমিকও কয়েক গুণ বাড়িয়েছেন। কিন্তু মজার বিষয় হলো, এ দুজনের কেউই দেওল পরিবারের সবচেয়ে ধনী তারকা নন।

কেবল দেওল পরিবারেই নয়, বলিউডে অনেক বড় তারকার চেয়ে বেশি সম্পদের মালিক এখন অভয় দেওল। প্রায় ৪০০ কোটি রুপির (প্রায় ৫৫০ কোটি টাকা) এই বিপুল সম্পদ তাকে শুধু ধনী বানায়নি; বরং নিজের পরিবারের মধ্যেও শীর্ষে নিয়ে গেছে।

এক দশকের বেশি সময় ধরে বক্স অফিসে সাফল্য ধরা না দিলেও অভিনেতা হিসেবে তিনি গড়ে তুলেছেন নিজের এক আলাদা পরিচিতি। অভয় পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা সেভাবে করেননি।তাঁকে দেখা গেছে ‘সোচা না থা’, ‘ওয়ে লাকি! লাকি ওয়ে!’, ‘দেব ডি’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো সিনেমায়। কোনো সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে, তবে মোটাদাগে অভয় আসলে ‘ফ্লপ তারকা’।

অন্যদিকে তার চাচাতো ভাই সানি দেওল ও ববি দেওল তাদের সময়ে একের পর এক ব্লকবাস্টার দিয়ে বলিউডের শীর্ষ নায়ক হিসেবে পরিচিতি পেয়েছিলেন।ধীরে ধীরে এক ক্ষেত্রে অভয় সবাইকে ছাড়িয়ে গেলেন—ব্যবসায়িক বিনিয়োগে। প্রচলিত বক্স অফিস আয় ছাড়াই তিনি গড়ে তুলেছেন কয়েক শ কোটি টাকার সাম্রাজ্য।

লাইফস্টাইল এশিয়া ও মিডিয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ সালে অভয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি রুপি; অর্থাৎ তিনি সানি দেওলের (প্রায় ১২০ কোটি) তিন গুণ ধনী এবং ববি দেওলের (প্রায় ৭০ কোটি) চেয়ে প্রায় ছয় গুণ বেশি সম্পদের মালিক। সানি ‘গদার ২’ ও ‘জাট’ এবং ববি ‘অ্যানিমেল’-এর মতো সাম্প্রতিক হিট সিনেমা দিয়ে আয় বাড়ালেও, তাদের দুজনের মিলিত সম্পদ অভয়ের কাছাকাছি নয়।

বর্তমানে অভিনয় থেকে অভয়ের বার্ষিক আয় প্রায় ১০ কোটি রুপি, যার বড় অংশ আসে স্ট্রিমিং প্রকল্প থেকে, যেমন ‘ট্রায়াল বাই ফায়ার’।

অভয়ের সম্পদের মূল রহস্য বহুমুখী বিনিয়োগ। ক্যারিয়ারের শুরুর দিকেই তিনি উদ্যোক্তা হিসেবে পা রাখেন; চালু করেন সফল রেস্তোরাঁ চেইন দ্য ফ্যাটি কাউ। পাশাপাশি তার নিজস্ব প্রযোজনা সংস্থা ফরবিডেন ফিল্মস রয়েছে। তিনি একাধিক সম্পত্তির মালিক—বছর কয়েক আগে মুম্বাইয়ের একটি বাড়ির জন্য ২৭ কোটি রুপি খরচ করেছিলেন, যার বর্তমান মূল্য অনেক বেশি। মুম্বাই ও পাঞ্জাব ছাড়াও তার রয়েছে গোয়ায় একটি পরিবেশবান্ধব গ্লাস হাউস।

Related Articles

Back to top button