৫০ কোটি টাকা ঋণ জালিয়াতি, পিকে হালদারসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট 

অনলাইন ডেস্ক: ঋণ জালিয়াতির মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জশিটের (অভিযোগ-পত্র) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মহাপরিচালক মোঃ আক্তার হোসেন এসব তথ্য জানান।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৈত্রেয়ী রানী বেপারী,পরিচালক ডা. উদ্দাব মল্লিক, বাসুদেব ব্যানার্জি, মোঃ আবুল শাহজাহান ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, এমডি ও কর্মকর্তা সহ মোট ২৩ জন, যারা মামলায় পিকে হালদারের সঙ্গে যুক্ত।

তদন্তে জানা গেছে, আসামিরা ভুয়া প্রতিষ্ঠান ‘পি অ্যান্ড এল ইন্টারন্যাশনাল’ এর নামে জাল কাগজপত্র তৈরি করে ৫০ কোটি টাকা ঋণ নিয়ে প্রায় সবটাই আত্মসাৎ করে বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির হিসাবে স্থানান্তর করেন।

দুদক সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ নভেম্বর মামলাটি দায়ের হয়। তদন্ত শেষে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বিভিন্ন দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং আইনের আওতায়।

আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকা লুটপাট ও পাচার অভিযোগ ওঠে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অর্ধশত মামলা হয়েছে, এবং ২০২২ সালে এক মামলায় ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পিকে হালদার পুঁজি-বাজারের আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। অভিযোগ ওঠার পর ২০২১ সালে তিনি ভারত পালিয়ে যান। পরে ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গে এক বাড়ি থেকে তাকে ও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Related Articles

Back to top button