ভাণ্ডারিয়ায় জুলাই যোদ্ধা শহীদ এমদাদুল হকের ১ম মৃত্যু বার্ষিকী পালিত

জেলা,উপজেলা প্রশাসনের উদ্যোগে পুস্পস্তকব অর্পণ ও দোয়া মোনাজাত
অনলাইন ডেস্ক: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জুলাই অভ্যুত্থান -২০২৫ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ এমদাদুল হকের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল নয়টায় উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধাওয়া গ্রামে শহীদের কবরে পিরোজপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল দপ্তর এবং ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভাসহ সকল দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান,স্কাউটসহ বিভিনড়ব সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তার রুহের মাগ ফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা মসজিদের ইমাম মাওলানা মুছাইব সিকদার।
এতে অন্যান্যের মধ্যে পিরোজপুর পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক স্থানীয় সরকার) মো.সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল) মো. শাখাওয়াত হোসেন, ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, থানা অফিসার্স ইন চার্জ মো. জাহাঙ্গীর হোসেন, শহিদ এমদাদুল হকের বাবা মো. ছোবাহান হাওলাদারসহ পিরোজপুর জেলা প্রশাসনের সকল দপ্তর, ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের সকল দপ্তর, পৌরসভা এবং বিভিন্ন রাজনৈতিকদল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের বিভিনড়ব পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয়রা দোয়ায় শরিক হন।