মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে গৃহবধূর মৃত্যু, পুলিশ সদস্যসহ আহত ৪

অনলাইন ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রত্না আক্তার ছবি (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত আরও চারজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে।

গতকাল রোববার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জোয়ানা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রুকিন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুনের স্ত্রী।

আহতরা হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার দারিশন গ্রামের বাসিন্দা ঢাকা জেলা পুলিশ কর্মরত কনস্টেবল রবিউল ইসলাম রাসেল (৩২) ও একই উপজেলার গর্ন্ধবপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম (৩৫), ব্যাটারিচালিত অটোরিকশার চালক ফারুক (৪২) ও নিহত গৃহবধূ রত্না আক্তারের মেয়ে তামান্না (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হালির মোড় থেকে মা-মেয়ে ব্যাটারিচালিত অটো ভ্যানে করে নিচা বাজারের ভাড়া বাসায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে সড়কের পাশে গাছের সঙ্গে আছড়ে পড়ে। ঘটনাস্থলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রত্না আক্তার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তাছাড়া আহতদের মধ্যে পুলিশ সদস্য রবিউল ইসলাম রাসেলকে থানা পুলিশের ৯৯৯ পিকআপ ভ্যানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ও সহযাত্রী শফিকুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রুকিন্দীপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুন বলেন, স্ত্রী ও মেয়ে দুপুরে ভান্ডারীপাড়া গ্রামে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যান করে ভাড়া বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুমন আলী বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিন জনকে আনা হয়। এদের মধ্যে গৃহবধূ রত্না আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনায় এক গৃহবধূ মারা গেছেন ও একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

Related Articles

Back to top button