শাহবাগে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ জাতির জন্য দুর্ভাগ্যজনক- এ্যানি

অনলাইন ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শাহবাগে ‘জুলাই যোদ্ধা’দের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘এটি আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক ও হৃদয়বিদারক।’

গতকাল শনিবার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নামে ‘জুলাই যোদ্ধা’, কিন্তু গতকাল শাহবাগে যা ঘটেছে, তা প্রকৃত ‘জুলাই যোদ্ধা’দের কাজ হতে পারে না। সারাদেশেই তো জুলাই যোদ্ধারা ছিলেন- আমি, আপনি, দেশের সাধারণ জনগণ সবাই। কিন্তু কিছুসংখ্যক ব্যক্তি আমাদের বদনাম করছে, আহত করছে।

রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি বিভক্ত থাকি, তাহলে ফ্যাসিস্ট শক্তিগুলো আরও সুযোগ পাবে। গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যের ভিত্তি মজবুত করতে হবে।’

এ্যানি তার বক্তব্যে রাজনৈতিক সম্প্রীতি ও গণতন্ত্রের ভবিষ্যতের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

স্থানীয় চাঁদখালী এ রব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় এলাকার নেতাকর্মী ও দলীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আহমেদ ফেরদৌস মানিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন।

Related Articles

Back to top button