রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আসছে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’

অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী জনপ্রিয় পডকাস্ট শো। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে পডকাস্ট শোয়ের মাধ্যমে দর্শক-শ্রোতারা অতিথিদের জীবনের গল্প বিশদভাবে জেনে নিতে পারছেন। দর্শক-শ্রোতাদের এই আগ্রহের কথা বিবেচনায় রেখেই এবার শুরু হতে যাচ্ছে নতুন পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। আগামীকাল থেকে প্রতি শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে এই শো।

প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রায় ১২০ মিনিটের এই আনকাট পডকাস্ট শো’তে তিনি এমন অনেক কথা বলেছেন, যা আগে কখনো কোনো শো’তে বলেননি।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র সঞ্চালক রুম্মান রশীদ খান প্রায় দুই যুগ ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত। মেরিল প্রথম আলো পুরস্কারের সঙ্গে যুক্ত আছেন বিগত ২২ বছর ধরে। এর মধ্যে বিগত ১৭ বছর ধরে বিরতিহীনভাবে মেরিল প্রথম আলো পুরস্কারের রেড কার্পেট সঞ্চালনা করছেন। সেই সঙ্গে মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক (ইনচার্জ, ক্রিয়েটিভ)’র দায়িত্ব পালন করছেন। একযুগ ধরে সকালবেলার নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’ উপস্থাপনা করছেন।

২০০৯ সাল থেকে ১০৯টি নাটক এবং তিনটি চলচ্চিত্র লিখেছেন তিনি। যার মধ্যে প্রথম সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছিল ২০১৩ সালের সবচাইতে ব্যবসাসফল সিনেমা এবং শেষ সিনেমা ‘বিশ্বসুন্দরী’ শ্রেষ্ঠ চলচ্চিত্র সহ আটটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। চলচ্চিত্র সমালোচক হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন রুম্মান রশীদ খান। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Related Articles

Back to top button