বিলুপ্ত হচ্ছে কোয়াবের সেক্রেটারি পদ

অনলাইন ডেস্ক: ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এ বড় পরিবর্তন আসছে সংগঠন কাঠামোয়। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগে বিলুপ্ত করা হচ্ছে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদ। নতুন করে গঠিত হতে যাওয়া কমিটিতে থাকবে এক জন সভাপতি, এক জন সিনিয়র সহসভাপতি, এক জন সহসভাপতি এবং আট জন কার্যনির্বাহী সদস্য।

এই কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৪ আগস্ট একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। আর নির্বাচন ৪ সেপ্টেম্বর আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কোয়াবের নির্বাচন নিয়ে ক্রিকেটারদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। এর আগে সংগঠনের কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তবে চলতি বছরের মার্চে কোয়াবের আগের কমিটি বিলুপ্ত করে ১৩ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার মূল দায়িত্ব ছিল গঠনতন্ত্র সংশোধন এবং নির্বাচন আয়োজন।

সেলিম শাহেদ জানিয়েছেন, ‘আগস্টের ৪ তারিখে যে সভা হবে সেখানে বসে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের ইচ্ছা রয়েছে সেপ্টেম্বরের ১-৪ তারিখের মধ্যে নির্বাচন করার।’

এদিকে সাধারণ সদস্যের বিষয়ে তিন ধরনের ক্যাটাগরি রাখা হয়েছে। প্রথমে রাখা হয়েছে আজীবন সদস্যপদ ক্যাটাগরি। যেখানে জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা ৫০ হাজার টাকার বিনিময়ে এই পদ নিতে পারবেন। আর জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের গুনতে হবে ১ লাখ টাকা। এই ক্যাটাগরিতে যারা থাকবেন তাদের বার্ষিক ফি দেওয়া লাগবে না এবং পূর্ণ ভোটের অধিকার দেওয়া হবে। দ্বিতীয়ত স্থায়ী সদস্যপদ। ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত জাতীয় দল, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ অথবা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটাররা ৫ হাজার টাকা দিয়ে এই পদ নিতে পারবেন। এই ক্যাটাগরির সদস্যদের বার্ষিক ফি দেওয়া লাগবে।

এর বাইরে রয়েছে সহযোগী সদস্যপদ। এই ক্যাটাগরির জন্য ২ হাজার টাকা ফি ও বার্ষিক ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই সদস্যরা ভোটের অধিকার পাবেন না।

Related Articles

Back to top button