বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ, ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নওপাড়া জামিয়া রাশিদিয়া মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলার প্রধান আসামি মাওলানা মো. আবরারুল হককে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে নরসিংদীর রায়পুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আবরারুল হক একই উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে গাজীপুরের শ্রীপুর মাওনা এলাকায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আবরারুল। দুই দিন পর তাকে তার বাড়ির পাশে রেখে চলে যান। বিষয়টি ওই ছাত্রী তার মা-বাবাকে জানান। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তিন মাস পর গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর রায়পুরায় অভিযান চালিয়ে র্যাবের একটি টিম গ্রেপ্তার করে তাকে।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, মামলার পর থেকেই বাড়ি থেকে পালিয়ে যান আবরারুল হক। তাকে গ্রেপ্তার করতে চেষ্টা চলছিল। এরইমধ্যে তার পালিয়ে থাকার অবস্থানের তথ্য জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উবায়দুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আবরারুল হককে শুক্রবার বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।