জনগণের সরকারই পারবে ১৭ বছরের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে: আমিনুল

অনলাইন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, স্বৈরাচার সরকারের পতন হয়েছে ৬ মাস। তবে তাদের ১৭ বছরের দুঃশাসনে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপ হওয়া প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণের সরকার দরকার।

গতকাল শুক্রবার বিকালে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের তেজগাঁও ও উত্তরা পূর্ব থানার একটি ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমরা গত ৬ মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছি রাষ্ট্রীয় সংস্কারের জন্য দরকার একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। তাই আমরা সরকারের কাছে আহ্বান করছি অতি দ্রুত আপনারা একটি নির্বাচন দিন।

বিএনপির এই নেতা বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও পরিপূর্ণভাবে দেশ স্বৈরাচার মুক্ত হতে পারেনি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে ঢেলে সাজানো সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, সালাম সরকার, শামীম পারভেজ, হাফিজুর রহমান শুভ্র, হাজী নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী, শফিকুল ইসলাম শাহীন প্রমুখ।

এর আগে মিরপুর বাংলা স্কুল মাঠে পল্লবী ও রুপনগর থানা আন্তঃস্কুল ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক। অনুষ্ঠানে পল্লবী রুপনগর থানা শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের প্রধান উপদেষ্টা মো. মইনুল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়: বিএনপি আমিনুল হক

Related Articles

Back to top button