স্ট্রোকে ছোট ভাইয়ের মৃত্যু, প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

অনলাইন ডেস্ক: কারাগার থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ছোট ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেন লিটন।
গতকাল সোমবার (২৮ জুলাই) বেলা ১২টায় জেলা কারাগার থেকে পুলিশ হেফাজতে বের হন তিনি। এরপর যোহরের নামাজ শেষে সিংগাইর পৌর এলাকার কেন্দ্রীয় আজিমপুর কবরস্থানে তার ছোট সায়মন খান রিপনের জানাজায় অংশগ্রহণ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, লিটন ও রিপন পৌরসভার আজিমপুর মহল্লার মো. ইদ্রিস আলীর ছেলে। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। এর মধ্যে রিপন নিষিদ্ধ ছাত্রলীগের সিংগাইর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। গত রোববার দিবাগত রাতে স্ট্রোকে সায়মন খান রিপনের মৃত্যু হয়। রিপনের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে লিটনের মুক্তির আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লা চার ঘণ্টার জন্য তাকে মুক্তির আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, লিটন উপজেলার গোবিন্দল গ্রামের একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। গত ১৪ জুলাই জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে কারাগারে রয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে লিটনের আইনজীবী অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন সায়েম বলেন, ছোট ভাইয়ের মৃত্যুর পর জানাজায় অংশগ্রহণের জন্য লিটনকে প্যারোলে চার ঘণ্টার জন্য মুক্তির আদেশ দেন আদালত। জানাজা শেষে তাকে আবারও কারাগারে নেওয়া হয়েছে।