‘সন্ত্রাসী চাঁদাবাজদের আগামীতে জনগণ বর্জন করবে’ 

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজদের আগামীতে জনগণ বর্জন করবে। ইতোমধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, ধর্ষকদের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে এসেছে। জনগণ বললতে শুরু করছে, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দল যা করছে ক্ষমতায় গেলে তারা কি করবে সেটি জনগণের বুঝা হয়ে গেছে। তাই জনগণ আর কোন দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, খুনির দলের হাতে বাংলাদেশ ছেড়ে দিবে না।

গতকাল সোমবার (২৮ জুলাই) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে শ্রমিকদের মাঝে গবাদি পশু বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, মনে রাখতে হবে ৫ আগস্টের আগের বাংলাদেশ আর ৫ আগস্টের পরের বাংলাদেশ এক নয়।

নূরুল ইসলাম বুলবুল বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে স্থানীয়দের সহযোগিতা চেয়ে বলেন, নতুন বাংলাদেশের মডেল হবে চাঁপাইনবাবগঞ্জ। অতীত সরকারি চাকুরি কিংবা রাষ্ট্রীয় সুবিধা কেবলমাত্র দলীয় বিবেচনায় প্রদান করা হয়েছে। তিনি নির্বাচিত হলে প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে। রাষ্ট্রীয় সুবিধা প্রদানে নারী-পুরুষ, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর কোন বৈষম্য থাকবে না। নাগরিক সেবা জনগণের দৌড়গৌড়ে পোঁছানো হবে। ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় ভাঙচুর করে তাদের ধর্মীয় স্বাধীনতা লুণ্ঠনের সুযোগ আর কেউ পাবে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি আধুনিক ইসলামিক কল্যাণ ও মানবিক রাষ্ট্রের দৃষ্টান্ত স্থাপিত হবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত না করে, সরকার যেনতেন একটি নির্বাচনের আয়োজন করলে জনগণ সেটি কোনভাবেই মেনে নিবে না। প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে তবু ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি নতুন বাংলাদেশ গড়তে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, সদর উপজেলার সেক্রেটারি আব্দুর রহমান, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সামিউল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল আলীম প্রমুখ।

Related Articles

Back to top button