প্রতিশোধ নিতে ‘অপারেশন মহাদেব’: পেহেলগামে হামলার হোতাসহ নিহত ৩ 

অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত ‘অপারেশন মহাদেব’ শুরু করেছে। এরইমধ্যে এই অভিযানে শ্রীনগরের উপকণ্ঠে এনকাউন্টারে ৩ জঙ্গি নিহত হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে পেহেলগামে জঙ্গি হামলার হোতা সুলেইমান শাহ ওরফে হাসিম মুসা আছেন। এনডিটিভি বলছে, পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্য হাসিম মুসা। তিনি পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর একজন সাবেক কমান্ডোও।

এই মুসা পাক সেনাবাহিনীতে থাকাকালেই অস্ত্র চালনা-সহ বিভিন্ন অভিযান চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন। এর পরই হাফিজ সাঈদের গোষ্ঠী লস্কর ই-তৈয়বায় যোগ দিয়েছিলেন।

গতকাল সোমবার (২৮ জুলাই) সকালে শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে গোপন আস্তানায় কয়েকজন জঙ্গি আছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু হয় ভারতীয় বাহিনী। এই অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে নিরাপত্তারক্ষীদের গুলিতে তিন জঙ্গি নিহত হয়েছে। গোয়েন্দা এক সূত্রে বলা হয়, গুলিতে নিহত হয়েছেন এলইটি সদস্য হাসিম মুসা।

পেহেলগামে হামলায় মুসার সঙ্গে নিহত আরেক জঙ্গিও জড়িত ছিল বলে জানায় এনডিটিভি। গত ২২ এপ্রিলের ওই হামলায় প্রাণ হারিয়েছিল ২৬ জন। তাদের বেশির ভাগই ছিল পর্যটক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকালের অভিযানে নিহত অপর দুই জঙ্গির নাম আবু হামজা এবং ইয়াসির। এই দু’জনও মুসার মতো পাকিস্তানের বাসিন্দা এবং লস্কারের সদস্য বলে জানিয়েছেন শ্রীনগর পুলিশের ঊর্ধ্বতন সুপার জিভি সন্দীপ চক্রবর্তী।

এনডিটিভি জানিয়েছে, গতকাল ভারতীয় বাহিনী যেখানে অভিযান চালায় সেই এলাকাটি শ্রীনগরের জাবারওয়ান পর্বতমালার মহাদেব শৃঙ্গের আশপাশের ঘন জঙ্গলে ঢাকা। বছরের অর্ধেক সময় এলাকাটি পুরু বরফে ঢাকা থাকে। মহাদেব শৃঙ্গ এলাকায় জঙ্গিদমন অভিযান চালানো হচ্ছে। তাই এই অভিযানের কোড নাম ‘অপারেশন মহাদেব’।

Related Articles

Back to top button