চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: ফখরুল

অনলাইন ডেস্ক: চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার ‘গ্রাফিতি অঙ্কন’ অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন। শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বিএনপির মহাসচিব রংতুলি নিয়ে ক্যানভাসে গ্রাফিতি আঁকার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, আজকে আমাদের সামনে জুলাই-আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার, আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। সবার আগে বাংলাদেশ। এটার অর্থ আমরা কারও কাছে মাথা নত করব না।

মির্জা ফখরুল বলেন, যদি সত্যিকার অর্থে এই দেশকে পরিবর্তন করতে চান তাহলে তাকে (জনসাধারণকে) জিজ্ঞাসা করতে হবে, তারা কী চায়? ভ্যানচালক কী চায়, তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে? ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে? আজকে এই কথাগুলো বলছি এজন্য যে, এর প্রয়োজন এসে গেছে।

তিনি বলেন, যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন পরোক্ষভাবে– আমরা আপস করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি, আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন অনুষ্ঠানে বক্তব্য দেন।

Related Articles

Back to top button