খেলনার পিস্তল ঠেকিয়ে ডাকাতির চেষ্টা, পাবনায় ২ জনকে পুলিশে দিল জনতা

অনলাইন ডেস্ক: পাবনার সাঁথিয়ায় খেলনা পিস্তল ঠেকিয়ে ডাকাতির চেষ্টাকালে দুজনকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গতকাল সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার কাশিনাথপুর চাউল পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলো, সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের ঝন্টু মোল্লার ছেলে জয়নাল আহাম্মেদ সুজন(২৩) ও একই গ্রামের বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (২৫)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার পর চাউল পট্টির ‘খান রাইস মিলে’ হানা দেয় দুই যুবক। এ সময় তারা মিল মালিক শামসুর রহমানের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে ডাকাতদের খেলনা পিস্তলসহ আটক করে। পরে তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাউল পট্টি এলাকায় ডাকাতির চেষ্টাকালে দুজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।