মাধবদী পৌরসভার মেয়র মানিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জাকারিয়াকে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত মাধবদীর পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গ্রেপ্তারের পর মানিককে মিন্টো রোডে ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মাধবদী থানার ওসি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাবেক এই মেয়রের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার দুটি হত্যা এবং আওয়ামী লীগের আমলে একটি হত্যাচেষ্টাসহ তিনটি মামলা রয়েছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ জুন মাধবদীর রমনী কমিউনিটি সেন্টারে থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে মাধবদীর পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক দাওয়াত না পেয়ে ‘ক্ষিপ্ত’ হন। সভা শেষে ফেরার পথে নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাধবদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাকারিয়ার ওপর মেয়রের লোকজন হামলা চালায়। ‘মেয়রের নেতৃত্বে’ জাকারিয়াকে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এ ঘটনায় জাকারিয়ার বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ১৮ জুন মাধবদী থানায় মামলা করেন। এতে পৌর মেয়র মোশাররফ হোসেন মানিককে প্রধান অভিযুক্ত করা হয়।

উল্লেখ্য, বৈষমবিরোধী আন্দোলনের ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর থেকে মানিককে প্রকাশ্যে দেখা যায়নি।

Related Articles

Back to top button