বাবরকে নিয়ে নাসীরুদ্দিন পাটওয়ারীর মন্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নেত্রকোণায় যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বিএনপি।

গতকাল রোববার (২৭ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্সূচির পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দেন। এরপর রাতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপি।

এছাড়া বাবরের নিজ এলাকা মদন উপজেলাতেও বিএনপি বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে।

শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত সমাবেশে এনসিপি নেতা নাসীরুদ্দীন বলেন, ‘বাংলাদেশের বড় ঘটনা ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি হ্যান্ডেলই করতে না পারেন, তাহলে নিয়ে আসলেন কেন? দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে।’

এর ‘দায়’ লুৎফুজ্জামান বাবর এড়াতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা করা হয়।

পরে তদন্তে দেখা যায়, চীনের তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘উলফা’র জন্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ওই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল।

অস্ত্র চোরাচালন মামলায় বিচারিক আদালতে লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ডের রায় হয়েছিল। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি হাই কোর্টে আপিলের রায়ে খালাস পান।

নেত্রকোনায় পদযাত্রায় গিয়ে বাবরকে নিয়ে এনসিপি নেতার এই বক্তব্যকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। রাতে জেলা শহরের ছোট বাজারের বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

জেলা বিএনপির ব্যানারে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো কার্যালয়ের সামনে ফিরে আসে। সেখানে সমাবেশ করেন তারা।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, সাবেক সহসভাপতি আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক, এসএম মনিরুজ্জামান দুদু।

সমাবেশে আশরাফ বলেন, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে পাটওয়ারী যে বক্তব্য দিয়েছেন তা ‘ক্ষমার অযোগ্য’। তার এই বক্তব্য বিএনপির নেতা-কর্মীদের ‘হৃদয়ে আঘাত দিয়েছে’।

এর আগে ১৯ জুলাই কক্সবাজারের চকরিয়ায় এনসিপির পথসভায় নাসীরুদ্দীন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে ‘আপত্তিকর’ মন্তব্য করেন।

তিনি বলেছিলেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘের দখল করছেন; মানুষের জায়গা জমি দখল করছেন; চাঁদাবাজি করছেন।’

এরপর বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন এনসিপির নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় পথসভার জন্য ট্রাকে তৈরি করা মঞ্চ। যে কারণে সেদিন কক্সবাজারের ঈদগাহ ও চকরিয়া উপজেলা সমাবেশ করতে পারেনি দলটি।

Related Articles

Back to top button