জাতি উপদেষ্টাদের কাছে দায়িত্বশীলতা আশা করে- আরশ খান

অনলাইন ডেস্ক: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন অঙ্গনের কয়েকজন অভিনেত্রী, অভিনেতা ও পরিচালক ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলে এক স্ট্যাটাসে উল্লেখ করেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার রাতে দেওয়া সেই পোস্টে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন- এসবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’

সংস্কৃতি উপদেষ্টার এমন পোস্টের পর ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান লিখেছেন, জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।

এই অভিনেতা বলেন, ‘মাননীয় উপদেষ্টা, বিখ্যাত শিল্পী, পরিচালকগণ যারা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন উনারা মানুষ। তাদের পরিবারেও শিশু আছে। দেশের ক্রান্তি কালে তারাও অস্থির হয়ে থাকেন। তাই বিভিন্নভাবে এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেওয়া ইনফরমেশন সম্পূর্ণ ভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সঙ্গে মিলছে না তাই আমরা ধোঁয়াশার মধ্যে আছি।’

আরশ খান বলেন, ‘ভুলবশত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কিনা এসব তদন্ত পরে করে, দুর্ঘটনার সঠিক তদন্ত করে আমাদের সঠিক তথ্য দিয়ে অবগত করুন। যেন ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে। জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।’

আরশ খানের সেই পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রতিক্রিয়া জানিয়েছেন। পোস্টটি অনেকে শেয়ারও করেছেন। এদিকে আরেক পোস্টে আরশ খান লিখেছেন, ‘সব রাজনীতিবিদকেই আমাকে বিরোধী দল মনে হবে। কারণ আমি জনতার পক্ষে কথা বলি।’

Related Articles

Back to top button