মাইলস্টোন ট্র্যাজেডি: ইউএনও অফিসের নাম ভাঙিয়ে টাকা দাবি

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলা কর্মকর্তার (ইউএনও) সহকারী পরিচয়ে একটি প্রতারক চক্র রাজধানীর ‌মাইলস্টোন কলেজের ঘটনার প্রেক্ষিতে বিকাশ নম্বর পাঠিয়ে অর্থ সহযোগিতা চাইছে। মঙ্গলবার (২২) জুলাই বিকেলে একটি মোবাইল নম্বর থেকে বিভিন্ন জনকে ফোন করা হয়।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, একটি চক্র এ ধরনের প্রতারণা করছে ।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, এ ধরনের কোনও নির্দেশনা আমাদের অফিস থেকে দেওয়া হয়নি। জনগণকে প্রতারণা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কেউ যেন লেনদেন না করেন সে বিষয়ে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে

Related Articles

Back to top button