ফেনী সীমান্তে ১ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় মাদক ও পণ্য জব্দ

অনলাইন ডেস্ক: ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার (২২ জুলাই) ভোরে ফেনী ব্যাটালিয়নের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, টি-শার্ট, চশমা ও জুতা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, চোরাচালানবিরোধী এ অভিযানে জব্দ করা মালামাল স্থানীয় থানা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থানও চলমান থাকবে।’