খাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, চা-দোকানি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. শাহিন মিয়া (৫৩) নামে এক চা-দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে নাকাপা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত শাহিন রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে। তিনি পাতাছড়া বাজারের চা দোকানি।

শিশুটির বাবা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। গতকাল দুপুরে মাদ্রাসা ছুটি শেষে সে বাড়ি ফিরছিলো। তখন চা-দোকানি তার মেয়েকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে। এরপর ওই দোকানি বিকেলে মোটরসাইকেল দিয়ে মেয়েটিকে বাড়িতে দিয়ে যায়। বাড়ি ফেরার পর তার স্ত্রী ও শাশুড়ি মেয়েটির শরীরে রক্ত দেখতে পায়। এরপর ধর্ষণের ঘটনাটি জানতে পারেন।

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন। আজ বুধবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে নেওয়া হবে।

এদিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ।

শিশুটির অবস্থা জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রোকসানা আক্তার বলেন, শিশুটির অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button