নিহতদের মধ্যে ১৭ জনই শিশু: ডা. সায়েদুর রহমান

অনলাইন ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তারা হলেন-

১। ফাতেমা আক্তার (০৯), পিতা: গনি শেখ, জেলা: বাগেরহাট

২। সামিউল করিম (৯), জেলা: বরিশাল

৩। রজনী ইসলাম (৩৭), জেলা: কুষ্টিয়া

৪। মেহনাজ আফরিন হুরায়রা (৯), জেলা টাঙ্গাইল

৫। শারিয়া আক্তার (১৩), পিতা: রফিক মোল্লাহ, জেলা: ঢাকা

৬। নুসরাত জাহান আনিকা (১০), জেলা: ঢাকা

৭। সাদ সালাউদ্দিন (৯), পিতা: মুকুল সালাউদ্দিন , জেলা: ঢাকা

৮। সায়মা আক্তার (৯), পিতা: শাহ আলম ,জেলা: গাজীপুর

অপরদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রয়েছে বলে জানিয়েছে আইএসপিরআর। সর্বশেষ রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

Related Articles

Back to top button