সাত বিয়ে করা কুষ্টিয়ার সেই রবিজুল মানব পাচার মামলায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সাতটি বিয়ে করে দেশজুড়ে আলোচিত হওয়া কুষ্টিয়ার রবিজুল ইসলামকে মানব পাচার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে খোকসা উপজেলা থেকে তাকে আটক করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা–পুলিশ।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রবিজুলের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। সোমবার তাকে আদালতে তোলা হবে।

পুলিশ জানায়, এক যুগ লিবিয়ায় থাকার সময় ও দেশে ফিরে রবিজুল এলাকার তরুণদের লিবিয়ায় পাঠানোর কাজ করতেন। চক্রের সদস্যরা লিবিয়ায় থাকা তরুণদের দুরবস্থার ভিডিও পাঠিয়ে পরিবার থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি গ্রামের বাসিন্দা রবিজুল দুই বছর আগে সাতটি বিয়ের ঘটনা নিয়ে আলোচনায় আসেন। পুলিশ জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে এবং রবিজুলকে রিমান্ডে নিতে আবেদন করা হবে।

Related Articles

Back to top button