বোলিংয়ে দুর্দান্ত, ব্যাটিংয়ে সাকিবের ডাক— হারলো মায়ামিও

অনলাইন ডেস্ক: ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে বাজে একটা দিন কাটিয়েছেন সাকিব আল হাসান। আশানুরূপ পারফর্ম করতে পারেননি এই টাইগার অলরাউন্ডার। বোলিংয়ে আলো ছড়ালেও ব্যাটিংয়ে ডাক মেরেছেন তিনি। সাকিবের ব্যর্থতার দিনে তার দল মায়ামি ব্লেজও হেরেছে।
গতকাল রোববার (২০ জুলাই) কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে কেম্যান বে স্টিংরেজের বিপক্ষে মাঠে নামে মায়ামি ব্লেজ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান করেছে কেম্যান বে স্টিংরেজ। ২ ওভারে ১১ রান খরচায় ২ উইকেট শিকার করেন সাকিব।
৯৮ রানের লক্ষ্যে নেমে মায়ামি নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ৯১ রানে আটকে যায়। বোলিংয়ে সাবলীল হলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি সাকিব। টিকেছেন মাত্র ২ বল। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সাবেক এই টাইগার অধিনায়ক। এতে ৬ রানের হার নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে কেম্যান বে স্টিংরেজ। ৮, ৬, ৪ ও ২ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে ক্যারিবিয়ান টাইগার্স, ভেগাস ভাইকিংস, বোকা র্যাটন ট্রেলব্লেজার্স ও মায়ামি ব্লেজ। যাদের মধ্যে ক্যারিবিয়ান টাইগার্স, বোকা র্যাটন ট্রেলব্লেজার্স খেলেছে চারটি করে ম্যাচ। পাঁচটি করে ম্যাচ খেলেছে ভেগাস ভাইকিংস ও মায়ামি ব্লেজ।