ফেনীতে বাজারে আগুন, ১৩ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আগুনে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

গতকাল রোববার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাঁদগাজী বটতলী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা। তারা ক্ষতি ১০ লাখ টাকা ধারণা করলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ৪০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আরমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে এসে দেখি আগুনের লেলিহান শিখা বাজারের একটি অংশ গ্রাস করে নিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। উপার্জনের সম্বল হারিয়ে গেছে আমাদের।

ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা পুলক কান্তি বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ৪০ মিনিট পানি ছিটিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফলে আশপাশের মার্কেট আগুন থেকে রক্ষা পায়।

Related Articles

Back to top button