সুনামগঞ্জের হাওরে পানিতে ডুবে মা–মেয়ে ও এক বৃদ্ধার মৃত্যু

অনলাইন ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে হাওরের পানিতে ডুবে মা–মেয়ে ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—বিলকিছ আক্তার (৩১), তার মেয়ে বিথি আক্তার (৩), শামছুন নাহার বেগম (৭০)।

গতকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মধ্যনগর বাজারসংলগ্ন সোমেশ্বরী নদীর একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও ৭০ বছর বয়সী শামছুন নাহার বেগম পানিতে ডুবে মারা যান। তিনি নেত্রকোনার কলমাকান্দা দুর্লভপুরের বাসিন্দা।

অন্যদিকে, বিলকিছ আক্তার ও তার মেয়ে বিথি আলমপুর বাজারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নোয়ানগর গ্রামের একটি ডুবে থাকা সড়ক পার হওয়ার সময় পাশের গভীর গর্তে পড়ে যান তারা। শুক্রবার বিকেলে হাওরের পানিতে মা ও মেয়ের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ ও স্থানীয়রা লাশ উদ্ধার করেন।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান বলেন, ‘পানিতে ডুবে মা ও মেয়ে এবং নৌকা ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Related Articles

Back to top button