যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণ, নিহত ৩

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইস্ট লস অ্যাঞ্জেলেসে একটি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা প্রশাসনে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সিবিএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিস্কেইলুজ সেন্টার একাডেমিতে এ বিস্ফোরণ ঘটে। এর আগের দিন, বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বোমা স্কোয়াড সান্তা মনিকা শহর থেকে একটি গ্রেনেড উদ্ধার করে। উদ্ধারকৃত গ্রেনেডটি শুক্রবার প্রশিক্ষণকেন্দ্রে আনা হয় নিষ্ক্রিয় করার জন্য। এ সময়ই বিস্ফোরণ ঘটে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এ ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ উল্লেখ করে জানান, এতে তিন অভিজ্ঞ কর্মকর্তা নিহত হয়েছেন, তবে কেউ নিহত হন নাই। তাদের প্রত্যেকের চাকরির অভিজ্ঞতা ছিল ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তারা সবাই শেরিফ বিভাগের আগুন ও বিস্ফোরক বিশেষজ্ঞ ইউনিটে কর্মরত ছিলেন।

শেরিফ লুনা আরও জানান, ১৮৫৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রশিক্ষণকেন্দ্রে এটিই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

ঘটনার তদন্তে সহায়তা করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো। এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসসের কার্যালয় এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জানিয়েছে, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Related Articles

Back to top button