আরও ৩১ কোটি ৩০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংক ১৫ জুলাই নিলামের মাধ্যমে ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৩১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে। এতে প্রতি ডলারের কাট-অফ রেট ধরা হয়েছে ১২১.৫০ টাকা। বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মমর্তা জানান, গত তিন দিনে দুটি পৃথক নিলামের মাধ্যমে মোট ৪৮৬ মিলিয়ন ডলার কেনা হয়েছে। এসব ডলার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম বাজারভিত্তিক করার পর থেকে ব্যাংকগুলো আন্তর্জাতিক চর্চা মেনে নিজেদের মধ্যে নিয়মিত ডলার বেচাকেনা করছে। এর মধ্যে উদ্বৃত্ত ডলার নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কিনতে শুরু করেছে। ডলারের দামে অস্বাভাবিক ওঠা নামা ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলেরও (আইএমএফ) শর্ত ছিল, ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, দেশের মুদ্রাবাজারে গতকাল ডলার দর সর্বোচ্চ ১২২ টাকা হয়।