মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে- সংবাদ সম্মেলনে বিএনপি কর্মী

অনলাইন ডেস্ক: মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগে অর্থদাতা সাজিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন বিএনপির এক কর্মী। এ বিষয়ে সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার একটি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঐ বিএনপি কর্মী এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার বিরুদ্ধে আদালতের মাধ্যমে দুটি মামলা দায়ের করা হয়েছে— একটি রাজধানীর রামপুরা থানায়, অন্যটি মোহাম্মদপুর থানায়। তবে এসব মামলার বাদীদের তিনি চেনেন না বলেও দাবি করেন।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অথচ আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং হয়রানি করার উদ্দেশ্যে একটি চক্র এই মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি এসব মামলায় আমাকে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে সাজিয়ে ভুল বার্তা ছড়ানোর অপচেষ্টা চলছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানাধীন বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন। তিনি বলেন, “অভিযোগকারী দীর্ঘদিন আমাদের দলের রাজনীতির সঙ্গে যুক্ত। আমরা তাকে চিনি, জানি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা দিয়ে তাকে হয়রানি করছে।”

বক্তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং দায়ী চক্রকে খুঁজে বের করে শাস্তির দাবি জানান।

Related Articles

Back to top button