বিরল ঘটনা: ইংল্যান্ডের সমান রানেই থামল ভারতও

অনলাইন ডেস্ক: ঐতিহাসিক লর্ডসে নাটকীয় সমতা দেখা গেল বহু বছর পর। প্রথম ইনিংসে স্বাগতিক ইংল্যান্ডের করা ৩৮৭ রানের জবাবে ঠিক সমান রানেই গুটিয়ে গেছে ভারতও। টেস্ট ইতিহাসে এটি নবমবার এবং ২০১৫ সালের পর এই প্রথম দুই দলের প্রথম ইনিংস শেষ হলো সমান স্কোরে।

প্রথম ইনিংসে সমান রান করা আগের চারটি টেস্টই শেষ হয়েছিল ড্রয়ে, ফলে লর্ডস টেস্টের ফল কী হবে তা নির্ধারিত হবে বাকি দুই দিন ও দ্বিতীয় ইনিংসের পারফরম্যান্সে।

প্রথম ইনিংসে আগে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩৮৭ রান। ভারতও পাল্টা ব্যাটিংয়ে একই রানেই অলআউট হয়। যদিও একপর্যায়ে লিড নেওয়ার সম্ভাবনা ছিল ভারতের সামনে, কিন্তু ইনিংসের শেষ দিকে মাত্র ১১ রানের ব্যবধানে হারিয়ে ফেলে চারটি উইকেট। ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন লোকেশ রাহুল (১০০), ঋষভ পান্ত (৭৪) ও রবীন্দ্র জাদেজা (৭২)। ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস নেন সর্বোচ্চ ৩ উইকেট। দীর্ঘ চার বছর পর টেস্টে ফেরা জোফরা আর্চার এবং অলরাউন্ডার বেন স্টোকস নেন দুটি করে উইকেট।

তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে তুলেছে মাত্র ২ রান। ফলে ম্যাচের ফল নির্ভর করছে চতুর্থ ও পঞ্চম দিনের লড়াইয়ের ওপর।

এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে মাত্র আটটি ম্যাচে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়েছে একই রানে। লর্ডসে প্রথম এবং সবমিলিয়ে নবমবার এমন ঘটনা ঘটল। ১৯১০ সালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে প্রথম এমন কিছু দেখা গিয়েছিল। দু’দলই প্রথম ইনিংসে তোলে ১৯৯ রান। আর শেষবার একই দৃশ্যের মঞ্চায়ন হয় ২০১৫ সালে লিডসে, ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্টে। সে বার দু’দল তুলেছিল ৩৫০ রান। চলমান টেস্টে ভারতীয় বোলারদের সামনে ধীরগতিতে রান তোলেন রুট-স্টোকসরা। যা এই সিরিজে ব্যতিক্রম দৃশ্য। একইভাবে ভারতীয় ব্যাটাররাও প্রতিপক্ষের সামনে আগ্রাসী রূপে হাজির হননি।

লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টানটান লড়াইয়ে বাহ্যিক কিছু আচরণও ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। তৃতীয় দিনের শেষ ১০ মিনিটে ম্যাচের উত্তাপ আরও বাড়ল। ভারতের ইনিংস শেষ হওয়ার পর বিরতি ছিল ১০ মিনিটের। তারপরও যা সময় ছিল তাতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের দু’টি ওভার করা যেত। তবে জাসপ্রীত বুমরাহদের খেলতে গিয়ে যাতে উইকেট না পড়ে, তার জন্য কৌশলের আশ্রয় নেয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের ওপেনাররা দ্বিতীয় ইনিংসের শুরুতে ইচ্ছা করে দেরি করে নামেন, যাতে একটি ওভারের বেশি না খেলতে হয়। এ ছাড়া ইনজুরির ভান ধরে সময়ক্ষেপণ করেন ওপেনার জ্যাক ক্রাউলি। যে কারণে গিল-বুমরাহরা প্রতিক্রিয়া হিসেবে তাদের উদ্দেশে করতালি দেন। এরপর স্বাগতিকদের এক ওভার ব্যাটিং শেষ হতেই দিনের খেলায় ইতি টানেন আম্পায়াররা।

Related Articles

Back to top button