১০০ মিলিয়ন পেরিয়ে ‘চাঁদ মামা’

অনলাইন ডেস্ক: শাকিব খান ও নুসরাত জাহান অভিনীত ‘বরবাদ’ সিনেমার আইটেম গান ‘চাঁদ মামা’ ইউটিউবে পেরিয়ে গেছে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ভিউয়ের মাইলফলক। প্রকাশের চার মাস পূর্ণ হওয়ার আগেই গানটি এই জনপ্রিয়তায় পৌঁছেছে।
গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। কণ্ঠ দিয়েছেন প্রীতম নিজে এবং দোলা রহমান। গানটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।
‘চাঁদ মামা’ গানটি দুটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। রিয়েল এনার্জি প্রোডাকশনের চ্যানেলে ৫ কোটি ৮৫ লাখের বেশি ভিউ আর প্রীতম হাসানের অফিসিয়াল চ্যানেলে ৪ কোটি ৫৮ লাখের বেশি ভিউ।
মোট ভিউ সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটির বেশি। মন্তব্য পড়েছে ৩৩ হাজারেরও বেশি, যেখানে গানটির কথা, সুর, নাচ এবং ভিজ্যুয়াল প্রসঙ্গে দর্শকরা প্রশংসা করেছেন।
১০ কোটির মাইলফলক উপলক্ষে অভিনেত্রী নুসরাত জাহান তার ফেসবুকে ‘চাঁদ মামা’ গানের তালে নিজের নাচের একটি ভিডিও শেয়ার করেন। এতে ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দেন তাকে।
গানটি প্রকাশের প্রথম সাত দিনেই ইউটিউবে ১ কোটি ভিউ অতিক্রম করে। এরপর টানা কয়েক সপ্তাহ দুই চ্যানেলে ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বরে অবস্থান করেছিল গানটি।
ভক্তদের মন্তব্য অনুযায়ী, শাকিব খানের লুক ও নাচে ছিল চমক, আর নুসরাতের আবেদনময়ী উপস্থিতি গানটিকে করে তোলে আরও প্রাণবন্ত।
‘চাঁদ মামা’ গানটির ব্যাপ্তি মাত্র ৩ মিনিট ৩ সেকেন্ড হলেও, এর সহজবোধ্য কথা, নাচের কোরিওগ্রাফি, এবং ঝকঝকে ভিডিও গানটিকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে।