বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান, ৩ দিন ধরে উধাও যুবক

অনলাইন ডেস্ক: নীলফামারী জেলার সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অবস্থান করছেন ববিতা রানী (১৮) নামে এক তরুণী। তার প্রেমিক বলে দাবি করা যুবক নৃপেন চন্দ্র রায় (১৯) ওই বাড়িরই সদস্য। তবে মেয়েটি বাড়িতে আসার পর থেকেই নৃপেন উধাও। তাকে গত ৭ জুলাই থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ববিতার অভিযোগ, দীর্ঘদিন ধরে নৃপেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। তারা একাধিকবার একসাথে ঘুরতে গেছেন। এমনকি স্থানীয়দের কাছে তিনি সম্পর্কের কিছু প্রমাণও উপস্থাপন করেছেন। তার দাবি, বিয়ের আশ্বাস দিয়ে নৃপেন নিজেই তাকে বাড়িতে আসতে বলেন। কিন্তু তিনি বাড়িতে পৌঁছানোর পর থেকে নৃপেন আত্মগোপনে চলে যান।

তরুণী ও যুবকের বাড়ি একই গ্রামে হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, ববিতা ও নৃপেনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল—এটি তারা আগে থেকেই জানতেন। তবে নৃপেনের পরিবারের পক্ষ থেকে সম্পর্কটি মেনে না নেওয়ার অবস্থান দেখা যাচ্ছে।

এ বিষয়ে লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আজ (মঙ্গলবার) আমরা দুই পক্ষকে ডেকে বসেছি। স্থানীয় গণ্যমান্যদের নিয়ে একটি সমাধানের চেষ্টা চলছে।”

তরুণী এখনো নৃপেনের বাড়িতে অবস্থান করছেন। বিষয়টির মীমাংসা না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ছাড়বেন না বলে জানান।

Related Articles

Back to top button