অস্ত্র ঠেকিয়ে স্কুলছাত্রকে অপহরণ, দুই ঘণ্টা পর ছেড়ে দেয় অস্ত্রধারীরা

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে হাজী প্রি ক্যাডেট স্কুলের সামনে থেকে পিস্তল ঠেকিয়ে নবম শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে দুই ঘণ্টা পর ওই ছাত্রকে ফেরত দেয় অভিযুক্তরা।

ঘটনাটি ঘটে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে অবস্থিত স্কুলটির সামনে। অপহৃত স্কুলছাত্র (১৪) উপজেলার নয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলামের ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক সাদা শার্ট পরা এক ছাত্রকে মারতে মারতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। পাশে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে বাঁচাতে চেষ্টা করলে এক যুবক পিস্তল বের করে শিক্ষক রুবেল হোসেনের দিকে তাক করে ভয় দেখায়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত অস্ত্রধারী যুবক মো. কাওসার আহমেদ (৩০), ধনুয়া গ্রামের ঈমান আলীর ছেলে। আরও কয়েকজন যুবক—এমদাদুল হক, নূরুল হক, মোস্তফা—তাকে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুননাহার বলেন, “ছুটি হওয়ার ঠিক পরপরই ছাত্রটি স্কুল গেট থেকে তুলে নেওয়া হয়। শিক্ষকদের সামনেই তাকে মারধর করা হয়। পরে দুই ঘণ্টা পর অস্ত্রধারীরা ছেলেটিকে ছেড়ে দেয়।”

সহকারী শিক্ষক আলমগীর হোসেন বলেন, “ছাত্রদের চিৎকার শুনে আমরা বাইরে যাই। তারা বারবার গুলি করার হুমকি দিচ্ছিল, সামনে কেউ গেলে মেরে ফেলবে বলছিল।”

অপহৃত ছাত্রের মামা নাদিম মাহমুদ বলেন, “ঘটনার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। অস্ত্রধারীদের আত্মীয়দের মাধ্যমে যোগাযোগ করলে দুই ঘণ্টা পর ছেলেটিকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। তবে কেন এ ঘটনা ঘটল, সেটা এখনও বুঝে উঠতে পারিনি।”

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা অভিযান শুরু করেছি। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে। পিস্তলটি আসল না নকল—তাও তদন্তসাপেক্ষে জানা যাবে।”

Related Articles

Back to top button