রেস্ট হাউসে ওসিকাণ্ড: হাঙ্গামা করা সেই স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক: যশোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউসে স্ত্রী পরিচয়ে নারী সঙ্গী নিয়ে অবস্থানকারী ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে হাঙ্গামার ঘটনায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম হাসান সনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি একইসঙ্গে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।

গতকাল সোমবার (৭ জুলাই) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে যশোর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম হাসান সনিকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।’

এছাড়া দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজেদুর রহমান সাগর বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তিনি বলেন, ‘দলের কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার জন্য কোনো ছাড় নেই।’

এর আগে ৩০ জুন সন্ধ্যায় যশোর পাউবোর পুরনো রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে ওসি সাইফুল ইসলাম এক নারী সঙ্গীকে নিয়ে ওঠেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেখানে প্রবেশ করেন। খবর পেয়ে ছাত্রদল নেতা সনি দলবল নিয়ে সেখানে হাজির হন। এরপর রেস্ট হাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কি, বাগ্‌বিতণ্ডা, ধস্তাধস্তি ও ভাঙচুর হয়।

এই ঘটনার জেরে ঝিনাইদহের ওসি সাইফুল ইসলামকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় এবং ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে জেলা পুলিশ।

Related Articles

Back to top button