নারী ফুটবলারদের জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টার ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতিস্বরূপ দলটিকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

গতকাল সোমবার (৭ জুলাই) রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর আগেও নারী ফুটবলারদের সাফল্যে আর্থিক পুরস্কার দিয়েছেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরদিনই বাফুফে ভবনে উপস্থিত হয়ে ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন উপদেষ্টা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেই অর্থ প্রদান করে জাতীয় ক্রীড়া পরিষদ।

এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করায় এবারও তার পক্ষ থেকে এসেছে দ্রুত প্রতিক্রিয়া—অর্ধ কোটি টাকার বোনাস ঘোষণা। যদিও রোববার রাতে বাফুফে হাতিরঝিলে নারী দলকে সংবর্ধনা দিলেও আর্থিক পুরস্কার নিয়ে কোনো ঘোষণা আসেনি। এমনকি সাফ চ্যাম্পিয়ন হওয়ার সময় ঘোষিত দেড় কোটি টাকার প্রণোদনাও এখনো পায়নি খেলোয়াড়েরা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে সাফল্যের ক্ষেত্রে তিনি খেলোয়াড়দের জন্য সরাসরি আর্থিক পুরস্কার ঘোষণা করে আসছেন। এর মধ্যে রয়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়, অনূর্ধ্ব-২১ হকি দলের বিশ্বকাপ নিশ্চিতকরণ, নারী ও পুরুষ দলভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপসহ একাধিক অর্জনে ক্রীড়াবিদদের প্রণোদনা প্রদান।

Related Articles

Back to top button