ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য পাকিস্তানের প্রস্তাবকে স্বাগত জানাল হোয়াইট হাউজ

অনলাইন ডেস্ক: ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করার পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউজ। ভারত-পাকিস্তান সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকার স্বীকৃতি হিসেবে ইসলামাবাদ এই প্রস্তাব দেয়। মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জিও নিউজ।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘এই মনোনয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় কূটনৈতিক পদক্ষেপের স্বীকৃতি, যা ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে সহায়ক হয়েছে।’

এর আগে পাকিস্তান সরকার জানায়, ৬ মে থেকে শুরু হওয়া সামরিক সংঘর্ষের সময় ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল। নরওয়ের নোবেল কমিটির কাছে ইতোমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানায় ইসলামাবাদ।

ট্রাম্পকে এর আগে ইসরায়েল-ইরান উত্তেজনা প্রশমনে ভূমিকার জন্যও ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে মনোনয়ন দিয়েছিলেন মার্কিন কংগ্রেসের এক রিপাবলিকান সদস্য।

নোবেল প্রসঙ্গে ট্রাম্প একাধিকবার বলেন, ‘আমি যুদ্ধ থামিয়েছি, অথচ নোবেল শুধু লিবারেলদের জন্য—তাই ওরা আমাকে দেবে না।’

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির সূচনা হয় ভারতের একাধিক ‘অপ্ররোচিত’ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উম মারসুস’ চালিয়ে রাফালসহ ছয়টি যুদ্ধবিমান ও ডজনখানেক ড্রোন ভূপাতিত করে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

এই সংঘর্ষ প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী হয় এবং শেষ পর্যন্ত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

Related Articles

Back to top button