জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

অনলাইন ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাহেদুর ইসলাম।

গতকাল সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সদস্য সমাবেশে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। বিষয়টি শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ৩ জানুয়ারি ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আসাদুল ইসলামকে সভাপতি এবং মো. রিয়াজুল ইসলামকে সেক্রেটারি করে কমিটি গঠন করা হয়েছিল। ছয় মাসের মাথায় সেই কমিটি পরিবর্তন করে নতুন নেতৃত্ব আনা হলো।

নবনির্বাচিত সেক্রেটারি আরিফ এর আগে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নতুন সাংগঠনিক সম্পাদক জাহেদুর ইসলাম পূর্বে অফিস ও প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।

Related Articles

Back to top button