রাজপথ এনসিপি ও ছাত্র-জনতার দখলে থাকবে: সামান্তা শারমিন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া জনগণের মুক্তি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, “এই রাষ্ট্রীয় কাঠামো ফ্যাসিস্ট। এটি ভেঙে না দিলে আমাদের শান্তি আসবে না। রাজপথ ছাত্র-জনতা ও এনসিপির দখলে থাকবে।”

গতকাল শুক্রবার (৪ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শহরে ‘জুলাই পদযাত্রা’র চতুর্থ দিনের পথসভায় এসব কথা বলেন তিনি।

সামান্তা শারমিন বলেন, “যে লড়াই আমরা শুরু করেছি, তা থামিয়ে রাখার প্রশ্নই আসে না। গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, কিন্তু কাঠামোটা এখনো অক্ষত। কারণ এই কাঠামো পরিবর্তনের জন্য রাজনৈতিক সাহস ও সাংগঠনিক শক্তি দরকার, যা এনসিপি ও ছাত্র-জনতা নিয়েছে।” তিনি আরও বলেন, “আমরা শুধু রাজপথেই যুদ্ধ করব না, এই যুদ্ধ চালিয়ে যাব পার্লামেন্ট পর্যন্ত।”

সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি, দখলদারিত্ব ও সেবার মান নিয়ে প্রশ্ন তুলে সামান্তা বলেন, “জেলার হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানে সংকট রয়েছে। যদি শিক্ষা ও স্বাস্থ্য খাত ঠিক না হয়, তবে ভবিষ্যতের প্রজন্ম কিভাবে একটি পরাক্রমশালী রাষ্ট্র গড়ে তুলবে?”

তিনি বলেন, “প্রত্যেক এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব চলছে। এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে নাগরিকদের—এনসিপি থাকবে সেই লড়াইয়ে সামনে।”

সামান্তা শারমিন বলেন, “এনসিপি জনগণের সঙ্গে ওয়াদাবদ্ধ। আমরা কখনো সেই ওয়াদা ভঙ্গ করব না। তরুণরাই এই লড়াইয়ে নেতৃত্ব দেবে। আপনারা আমাদের দোয়া করবেন এবং আমাদের জবাবদিহিতার আওতায় রাখবেন।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন, ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিম এবং স্থানীয় নেতাকর্মীরা।

Related Articles

Back to top button