ফুটবলার থমাস পার্টের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক: সাবেক আর্সেনাল ফুটবলার থমাস পার্টেকে ধর্ষণের পাঁচটি অভিযোগ এবং যৌন নিপীড়নের একটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই ঘটনাগুলো ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ঘটেছে। খবর বিবিসি।
তিন জন নারী এই অভিযোগগুলো দায়ের করেছেন। এক নারী ধর্ষণের দুটি অভিযোগ, অন্য এক নারী তিনটি অভিযোগ ও অপর এক নারী যৌন নিপীড়নের একটি অভিযোগ করেছেন।
২০২০ সাল থেকে আর্সেনালের হয়ে ফুটবল খেলছিলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। গত সোমবার (৩০ জুন) আর্সেনালের সঙ্গে তার চুক্তি শেষ হয়েছে।
২০২২ সালে প্রথমবার পুলিশের কাছে একটি ধর্ষণের অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে পুলিশ।
এই তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি ফারফি বলেন, যেসব নারী অভিযোগ করেছেন, তাদের পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, এই মামলার দ্বারা কেউ প্রভাবিত হয়ে থাকলে বা কারও কাছে কোনো তথ্য থাকলে, আমাদের দলের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।
আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) থমাস পার্টে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হওয়ার কথা রয়েছে।
২০২০ সালের অক্টোবর মাসে থমাস পার্টেকে ৪৫.৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভিড়ায় আর্সেনাল। গত মৌসুমে তিনি প্রিমিয়ার লিগে ৩৫টি ম্যাচ খেলেন এবং চারটি গোল করেন। সে বার লন্ডনের এই ক্লাবটি লিগে দ্বিতীয় হয়।
তিনি চ্যাম্পিয়নস লিগেও ১২টি ম্যাচ খেলেন, যেখানে আর্সেনাল সেমিফাইনালে পৌঁছে পরবর্তীতে চ্যাম্পিয়ন পিএসজির কাছে হেরে যায়।
মোট মিলিয়ে, তিনি আর্সেনালের হয়ে ১৩০টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন এবং নয়টি গোল করেছেন।