ঋতুপর্ণার ঘরে-গ্রামে আনন্দের জোয়ার

অনলাইন ডেস্ক: এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচে পাহাড়ের কৃতী কন্যা ঋতুপর্ণা চাকমা নিজের জাদুকরী পায়ে করেন দলের দুটি গোল। তার অসাধারণ পারফরম্যান্সের বদৌলতে বাংলাদেশ ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ঋতুপর্ণার এমন সাফল্যে তার পরিবার, আত্মীয়স্বজন ও পুরো গ্রামজুড়ে বইছে আনন্দের বন্যা। রাঙ্গামাটির কাউখালী উপজেলার দুর্গম মগাছড়ি গ্রামে এখন উৎসবের আমেজ।
ঋতুপর্ণার মা বসুমতি চাকমা আবেগময় কণ্ঠে বলেন, “বুধবার রাতে মিয়ানমার থেকে মেয়ে ফোন করে জিজ্ঞাসা করেছিল, আমি খেলা দেখেছি কিনা। আমি বলেছি, অবশ্যই দেখেছি এবং খুব গর্বিত ও খুশি হয়েছি।”
ঋতুপর্ণার বড় বোন পুতুলি চাকমা বলেন, “ঋতুপর্ণার গোলেই বাংলাদেশ ২০২৬ সালের এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে। আমরা সবাই খুব আনন্দিত ও গর্বিত। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন সে ভবিষ্যতে এশিয়া কাপ বাংলাদেশের ঘরে তুলতে পারে।”
ঋতুপর্ণার এই অসাধারণ নৈপুণ্যে তার গ্রামের মানুষজনও উচ্ছ্বসিত। সবাই মনে করছেন, ভবিষ্যতে এশিয়ান কাপের বিজয় গাঁথায় থাকবে ঋতুপর্ণার বীরত্বপূর্ণ ভূমিকা। গ্রামের অনেকে মিলে তাকে অভিনন্দন জানিয়ে বলছেন, “এই জয় শুধু বাংলাদেশের নয়, পুরো পাহাড়ের গর্ব।”