চৌহালীতে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী কারাগারে

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী আরব আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তিনি উপজেলার চর জাজুরিয়া গ্রামের দানেজ আলীর ছেলে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, হত্যার অভিযোগে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরব আলী স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে আরব আলী তার স্ত্রী আরজিনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনি প্রতিবেশীদের জানান, স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। জানাজা ও দাফনের প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহের গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশ আরব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় এবং পরে তাকে গ্রেপ্তার করে। নিহতের চাচা মোহাম্মদ বাদশা মিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Related Articles

Back to top button