সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, স্বর্ণ পাচারের অভিযোগ

অনলাইন ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ জুলাই) রাত ১২টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হালদারপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বাংলাদেশি নাগরিক এবং সোনা পাচারকারী দলের সদস্য বলে দাবি করেছে বিএসএফ। যদিও তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

বিএসএফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই রাতে প্রায় ৪–৫ জন সশস্ত্র পাচারকারী বাংলাদেশ থেকে নদী পার হয়ে ভারতের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। বিএসএফ জওয়ানরা তাদের থামতে বললে তারা সতর্কতা উপেক্ষা করে আগাতে থাকে।

জওয়ানরা প্রথমে একটি পিএজি থেকে বাতাসে গুলি ছোড়ে সতর্কবার্তা হিসেবে। কিন্তু পাচারকারীরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং একজন বিএসএফ সদস্যকে ঘিরে আক্রমণ চালায়। তখন তার সহকর্মী আত্মরক্ষার্থে ইনসাস রাইফেল থেকে গুলি ছোড়েন। এক পাচারকারীর তলপেটে গুলি লাগে এবং সে ঘটনাস্থলেই পড়ে যায়। পরে তাকে কৃষ্ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএসএফ আরও জানায়, ঘটনাস্থল থেকে একটি কাটার ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলিতে আহত এক বিএসএফ সদস্যকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। নিহত বাংলাদেশি পাচারকারীর মরদেহ ও উদ্ধার হওয়া জিনিসপত্র কৃষ্ণগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Back to top button