ভরণপোষণের জন্য সাবেক সন্তান ও স্ত্রীকে মাসে ৪ লাখ রুপি দেওয়ার নির্দেশ শামিকে

অনলাইন ডেস্ক: ভারতের জাতীয় দলের পেসার মোহাম্মদ শামিকে মাসে ৪ লাখ রুপি ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী হাসিন জাহান এবং তাঁদের কন্যা আয়রার খরচ বাবদ এ অর্থ নির্ধারণ করা হয়েছে।

এর আগে আলিপুর জেলা আদালত শামিকে মাসে ১ লাখ ৩০ হাজার রুপি ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে সেই আদেশে অসন্তুষ্ট হয়ে শামি উচ্চ আদালতে আপিল করেন। শুনানি শেষে বিচারপতি অজয় কুমার মুখার্জির বেঞ্চ ভরণপোষণের পরিমাণ বাড়িয়ে চার লাখ রুপি নির্ধারণ করেন।

আদালতে হাসিন জাহানের আইনজীবী জানান, তার মক্কেলের মাসিক আয় মাত্র ১৬ হাজার রুপি, যা ব্যাংকের স্থায়ী আমানত থেকে আসে। এই অর্থে হাসিন ও তার মেয়ের খরচ নির্বাহ সম্ভব নয়। তিনি আরও বলেন, বিয়ের পর স্বচ্ছল জীবনের সঙ্গে অভ্যস্ত ছিলেন হাসিন, তাই বিচ্ছেদের পরেও সেই মানরক্ষা করা তাদের অধিকার।

আইনজীবী আরও যুক্তি দেন, ২০২১ অর্থবছরে মোহাম্মদ শামির বার্ষিক আয় ছিল প্রায় ৭ কোটি ১৯ লাখ রুপি। অর্থাৎ মাসিক আয় প্রায় ৬০ লাখ রুপি। সেক্ষেত্রে স্ত্রী-সন্তানের জন্য মাসে ৪ লাখ রুপি ভরণপোষণ যৌক্তিক।

অন্যদিকে, শামির পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, হাসিন নিজেও একজন সফল মডেল ও অভিনেত্রী। বিভিন্ন বিজ্ঞাপনচিত্র ও কাজের মাধ্যমে তার মাসিক আয় কমপক্ষে ৫ লাখ রুপি। এছাড়া ব্যাংকের স্থায়ী আমানত থেকেও তিনি ভালো আয় করেন। তাই শামির পক্ষে মাসে এত বড় অঙ্কের অর্থ দেওয়া কঠিন।

তবে বিচারপতি অজয় কুমার মুখার্জি বলেন, হাসিন জাহান ও তাঁদের মেয়ে আয়রার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই আদেশ দেওয়া হয়েছে।

রায়ের পর প্রতিক্রিয়ায় হাসিন জাহান বলেন, সাত বছর ধরে নিজের ও মেয়ের অধিকারের জন্য লড়ছি। এই সময় অনেক কিছু হারিয়েছি। এমনকি মেয়েকে ভালো স্কুলেও দিতে পারিনি। আজ আদালতের রায়ের মাধ্যমে বিচার পেয়েছি। আমি কৃতজ্ঞ।

Related Articles

Back to top button