ফলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট 

অনলাইন ডেস্ক: ভেনেজুয়েলার পার্লামেন্ট জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১ জুলাই) দেশটির জাতীয় পরিষদে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দক্ষিণ আমেরিকার এই দেশটিতে নির্বিচার গ্রেপ্তার, গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সমালোচনায় সরব হন সম্প্রতি ফলকার টুর্ক। তার এই সরব হওয়ার পরেই ভেনেজুয়েলার পার্লামেন্ট তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে গত সপ্তাহে টুর্ক এসব অভিযোগ তুললে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার তা প্রত্যাখ্যান করে।

এর আগে ভেনেজুয়েলা অভিযোগ করে, যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরের একটি কারাগারে পাঠানো ভেনেজুয়েলার লোকজনের অধিকার রক্ষায় ফলকার টুর্ক ব্যর্থ হয়েছেন। এ ছাড়া মাদুরো সরকার মার্কিন অভিবাসন প্রক্রিয়ার কারণে বাবা-মায়ের কাছ থেকে আলাদা হয়ে পড়া ভেনেজুয়েলার শিশুদের ফেরত পাঠানোরও আহ্বান জানায়।

এ বিষয়ে ফলকার টুর্কের দপ্তর থেকে প্রাথমিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রয়টার্স বলছে, ‘পারসোনা নন গ্রাটা’ বা ‘অবাঞ্ছিত’ ঘোষণার কোনো তাৎক্ষণিক আইনি বা কূটনৈতিক প্রভাব নেই। এর আগেও জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে ভেনেজুয়েলা থেকে বহিষ্কার করা হয়েছিল। এবারও তার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক সা’ব সরকারবিরোধী রাজনৈতিকদের আটকের বিষয়টি সবসময় অস্বীকার করে আসছেন। তিনি গাজায় ইসরায়েলের হামলা নিয়ে ফলকার টুর্কের অবস্থানেরও সমালোচনা করে আসছেন এবং তাঁর পদত্যাগ দাবি করেন।

Related Articles

Back to top button