চারজনের মরদেহ উদ্ধার

৬৫ আরোহী নিয়ে বালির কাছে ফেরিডুবি, নিখোঁজ ৪৩

অনলাইন ডেস্ক: ৬৫ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, অভিযানে এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, বুধবার রাতে (২ জুলাই) কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়।

ফেরিটি বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, যা ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ১৪টি ট্রাকসহ ২২টি গাড়ি ছিল।

বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামা পুত্র বলেছেন, এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৩ জন জীবিত উদ্ধারের মধ্যে অনেকে দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত থেকেই উদ্ধার অভিযান চলছে। এতে অংশ নিয়েছে ৯টি নৌযান, যার মধ্যে দুইটি টাগ বোট ও দুইটি রাবার বোটও রয়েছে।

Related Articles

Back to top button