কৃষককে হাতুড়িপেটায় হত্যার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে জমির উদ্দিন (৪৮) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় ছাত্রদল নেতা অনিক মাহমুদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (৩০জুন) দুপুরে উপজেলার আমলা ইউনিয়নের মিটন মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জমির মিটন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি জাসদের কর্মী ছিলেন। অন্যদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা অনিক আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে সোমবার দুপুর আড়াইটার দিকে মিটন গ্রামের মসজিদের কাছে একই গ্রামের অনিক মাহমুদ, তার সহযোগী নাঈম ও মাজহারুল হাতুড়ি এবং হকিস্টিক দিয়ে জমিরকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভোলায় স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলাভোলায় স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

মিরপুর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মসজিদের কাছে জমিরকে হাতুড়ি-হকিস্টিক দিয়ে পেটায়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়েছে। আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button