‘প্রয়োজনে’ ৩০০ আসনে প্রার্থী, জোট গড়তেও প্রস্তুত: মামুনুল হক

অনলাইন ডেস্ক: আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস ‘প্রয়োজনে’ ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে মন্তব্য করেছেন দলটির আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক। আবার ‘বৃহত্তর জোট’ গড়ার’ প্রস্তুতি থাকার কথাও বলছেন তিনি।
গতকাল রোববার (২৯ জুন) দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মামুনুল বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী পদক্ষেপ গ্রহণ করবে। প্রয়োজনে ৩০০ আসনেই রিকশা প্রতীকে নির্বাচন করবে। আবার যদি বৃহত্তর জোট বা নির্বাচনী সমঝোতার মাধ্যমে ইসলাম ও দেশের স্বার্থ রক্ষা হয়, সেদিকেও দল পদক্ষেপ নিতে প্রস্তুত।’
মামুনুল বলেন, ‘বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হলো, নির্বাচনী কাঠামোর যেসব বিষয় এখনও অমীমাংসিত, তা দ্রুত জাতির সামনে স্পষ্ট করতে হবে। সংসদের দ্বিকক্ষীয় কাঠামোর বিষয়ে ঐকমত্য থাকলেও, উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ কিভাবে গঠিত হবে সে বিষয়ে এখনই সিদ্ধান্ত প্রয়োজন।’
আনুপাতিক হারে ভোটের বিষয়ে খেলাফত মজলিসের অবস্থান তুলে ধরে মাওলানা মামুনুল হক বলেল, ‘আমরা আংশিক পিআর সিস্টেম চাই। বর্তমান ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না। তাই ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নির্বাচনে আংশিক পিআর সিস্টেম নিম্নকক্ষে ও পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে চালু করা প্রয়োজন। বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বাস করে, দেশের স্বার্থে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল থাকা প্রয়োজন। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি বাংলাদেশে চলবে না।’
স্থানীয় সরকার নির্বাচন ‘রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই হতে হবে’ বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আকরাম আলী, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আলী উসমান, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা শাহিনুর পাশা চৌধুরী ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন উপস্থিত ছিলেন।