অস্ত্র উঁচিয়ে কিশোর গ্যাং লিডারের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে একটি নির্মাণাধীন ভবনের ছাদে দাঁড়িয়ে (শার্ট পরিহিত) এক তরুণ আকাশের দিকে পিস্তল তাক করে গুলি ছুড়ছে।

সম্প্রতি সময়ে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই তরুণের নাম তেহিম মাতবর। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের ঔষধ বিক্রেতা জামাল উদ্দিন জামালের ছেলে। তেহিম স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের লিডার। তার নেতৃত্বে অন্তত ১৫-২০ জনের একটি দল এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করে। তেহিমের বিরুদ্ধে ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন, দলবদ্ধভাবে হামলা, মারপিট, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পলাতক রয়েছেন তেহিম।

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গাজী ইসমাইল সাংবাদিকদের বলেন, তেহিম এলাকায় নানা অপরাধের সঙ্গে জড়িত। সে কাউকে তোয়াক্কা করেন না। তার গুলি ছোড়ার ভিডিও আমি নিজে দেখেছি। আইনশৃঙ্খলা রক্ষায় তাকে দ্রুত গ্রেপ্তার করা জরুরি।

স্থানীয় বাসিন্দা কলিম উদ্দিন জানান, একটি বিষয়ে ২/৩ দিন আগে তেহিম মাতবর। বিষয়টি তার পরিবারের কাছে অভিযোগ করেছিলাম। এর জেরে সে সাঙ্গপাঙ্গ নিয়ে আসে আমাকে মারতে উদ্যত হয়েছিল। এ সময় পিস্তল দিয়ে গুলি করে বুক ঝাঁজরা করা ও আমার মেয়েকে তুলে নেওয়ারও হুমকি দিয়েছিল। এরপর থেকে আতঙ্কে দিন পার করছি।

নাম প্রকাশ না করে অপর এক প্রতিবেশী বলেন, তেহিম মাতবরের কাছে পিস্তল আছে। সে স্থানীয় রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তার ফেসবুক আইডিতে এর আগেও বিভিন্ন সময়ে তিনি পিস্তল প্রদর্শন করে ভিডিও শেয়ার দিয়েছে। কেউ তার ভয়ে এসব বিষয়ে কোথাও অভিযোগ করেনি। তবে এখন সর্বশেষ ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়লে তার বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নেওয়া দরকার।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। আপাতত অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button