শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

অনলাইন ডেস্ক: পাকিস্তানের মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৯ জুন) ভোররাতে আঘাত হানা এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, স্থানীয় সময় ভোররাত ৩টা ৩০ মিনিটে এই ভূমিকম্পটি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, কম্পনের কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং এটি ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা ভূমিকম্পের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাব প্রদেশের মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে।

পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র বলছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল মুসাখেল জেলার উত্তর-পূর্বে, মাটির ২৮ কিলোমিটার গভীরে। মুসাখেল ও আশপাশের এলাকাগুলোতেও ভূকম্পন অনুভূত হয়।

তবে প্রাথমিকভাবে কোনো প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রসঙ্গত, পাকিস্তান ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ২০০৫ সালে আজাদ কাশ্মিরে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়। ২০১৫ সালের ৭.৫ মাত্রার ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে প্রাণ হারান প্রায় ৪০০ জন। এছাড়া ২০২১ সালে বেলুচিস্তানের হরনাই জেলায় ৫.৯ মাত্রার ভূমিকম্পে মারা যান অন্তত ২০ জন।

Related Articles

Back to top button