শনিবার থেকে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক বিভাগে কমপ্লিট শাটডাউন

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ভ্যাট, ট্যাক্স ও শুল্ক বিভাগের সব দফতরে শনিবার (২৮ জুন) থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি বহাল থাকবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

গতকাল শুক্রবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এটি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তির বিপরীতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বক্তব্য নিম্নরূপ-

১. অর্থ উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

২. এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষিত ২৮ জুন থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। এছাড়াও ২৮ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতর থেকে এনবিআর অভিমুখে ‘শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হবে।

৩. দেশ ও রাজস্বের স্বার্থে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের রাজস্ব সংস্কার বিষয়ে দাবিসমূহ এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবি জানাতে যে কোনো সময় অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ প্রস্তুত রয়েছে।

৪. উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এনবিআর সংস্কার বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছি।

৫. আমরা দৃঢ়ভাবে সবাইকে জানাতে চাই, আমাদের এই কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক। দেশ ও দশের স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক দাবি আদায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

Related Articles

Back to top button